বাংলাদেশের প্রেক্ষাপটে সবকিছুই পরিকল্পনা করলে একটু বাজেটের দিকে নজর আপনাকে দিতে হবে। স্বল্পোন্নত দেশটি ধীরে ধীরে মাথা ছেড়ে উঠছে এইজন্য এ দেশের প্রত্যেকটি নাগরিক ট্রাই করছে ঈষৎ ঈষৎ করে নিজের জীবনে অগ্রগতি আনতে। এজন্য সকলকেই সবকিছুর পেছনে একটু বরাদ্দের কথা স্মরণ করতে হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে 10000 টাকার মোবাইল ফোন হ্যান্ডসেট গুলোর বেশ ডিমান্ড রয়েছে তার রিজন হলো এটি সকলের সাধ্যের মধ্যে ১টি বাজেট।
ইনফিনিক্স হট ১২ মোবাইলের দাম কত | Infinix Hot 12 Price in Bangladesh GB 2023
আজকে আমরা 10000 টাকার ভিতরে বাজেট ফ্রেন্ডলি এ মুঠো ফোন হ্যান্ডসেট গুলোর কথা আপনাদের সাথে আলোচনা করব এবং চেষ্টা করব এইখানে দেশীয় যে পণ্য গুলো রয়েছে সেগুলোর কথা আগে তুলে ধরতে। আপনারা এই তালিকা থেকে আপনাদের পছন্দ অনুযায়ী এবং আপনাদের চিন্তাভাবনা অনুযায়ী যে কোন ১টি মুঠো ফোন হ্যান্ডসেট ক্রয় করতে পারেন। আরেকটি বড় জিনিস হলো এই মোবাইল হ্যান্ডসেট সম্পর্কে যে উপাত্তগুলো দেওয়া থাকবে সে ডেটাগুলো শতভাগ নির্ভুল ও আপনারা চাইলে এতেগুলো অন্যান্য মাধ্যমে যাচাইও করে নিতে পারেন।
10000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ
যেহেতু আমরা আজকে 10000 ধনের মধ্যে ভালো মানের কতিপয় মুঠো ফোন যেগুলো বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে সেগুলো নিয়ে কথা বলব তাই আমাদের একটি বিষয় ক্লিয়ারভাবে মাথায় রাখার জন্য হবে। যে মোবাইলগুলো 10000 অর্থের মধ্যে পাওয়া যায় ও যেখানে আজকাল সকল ধরনের অ্যাডভান্সড ফিচারসগুলো রয়েছে সেগুলোর কথায় আমরা মূলত এখানে তুলে ধরব। তার কারণ হলো আমরা অল্পতে প্রচুর কিছু পেতে চাই তাই এইখানে এ বিষয়টি মাথায় রেখে আমাদের চলতে হবে।
symphony atom 2
symphony তাদের সিরিজের নতুন একটি ফোন যুক্ত করেছে যেখানে এটম দুই নামক এ মুঠো ফোন উত্তর জাগিয়েছে। এখানে ডিসপ্লে রয়েছে ৬.৫২ ইঞ্চি ও ইন্টার্নাল স্পেস রয়েছে ২ GB এবং ৩২ GB। ক্যামেরায় তারা ইউজ করেছে আর মেগাপিক্সেল ব্যাগ এবং সেল্ফি ক্যামেরা এবং অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড এগারো এডিশন। আপনারা এখানে ফোরজি নেটওয়ার্কিং আয়োজন পেয়ে যাবেন ও সিকিউরিটি পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে। এতকিছু symphony শুধুমাত্র 7790 টাকায় আপনাকে দিচ্ছে।
infinix smart 5 pro
ইনফিনিক্স আধুনিক ফাইভ প্রো মোবাইল হ্যান্ডসেটে রয়েছে বেশ ভালো মানের কয়েকটি ফিচারস। ডিসপ্লে ৬.৫২ ইঞ্চির জ্যেষ্ঠ ডিসপ্লে এবং স্টোরিজ 2 GB এবং ৩২ GB। এখানে ব্যবহার করা হয়েছে ব্যাক সেলফি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল ও ৮ মেগাপিক্সেলের। এই ফোনেও ব্যবহার করা হয়েছে এন্ড্রয়েড ১১ গো সংস্করণ এবং ফোরজি পর্যন্ত নেটওয়ার্কিং পাবেন এখানে। ব্যাটারির ৬০০০ MH জ্যেষ্ঠ ব্যাটারি যেটা আপনাকে দেবে অনেকক্ষন মুঠোফোন ব্যবহার করার অভিজ্ঞতা। এত নগণ্য টাকায় আপনাকে নিরাপত্তা হিসেবে হাতের ছাপ দিচ্ছে ইনফিনিক্স এজেন্সি ও ৮৯৯০ টাকা দিয়ে এই ফোন সুযোগ থাকছে।
techno spark go
টেকনো কোম্পানি সব সময় নতুন নতুন আশ্চর্য নিয়ে আসতে চলেছে বাংলাদেশের বাজারে। তাদের নিকট থাকা এ ফোনে আপনি পাবেন ৬.৫২ ইঞ্চি ডিসপ্লে এবং ব্যাক ক্যামেরা পাবেন ১৩ মেগাপিক্সেল ও ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন ৮ মেগাপিক্সেলের। এছাড়াও স্টোরেজ পাবেন ২ GB ও ৩২ GB। এত নগণ্য টাকা দেও টেকনো দিচ্ছে এন্ড্রয়েড ১১ ভার্সন এর সুবিধা। এখানে 5000 MH এর ব্যাটারি আপনি পাচ্ছেন এবং ৯৯৯০ টাকায় এত অনেক ভালো মুঠোফোন হ্যান্ডসেট আপনার হাতে আসবে।
symphony z 40
প্রথমে হতে symphony সংস্থা বাংলাদেশে তার রাজত্ব কর্তৃত্ব করে রেখেছে। দেশীয় এজেন্সি হিসেবে সিম্ফনির ঊর্ধ্বে কোন সংগঠন নেই যারা এত মোবাইল হ্যান্ডসেট মার্কেটপ্লেসে বিক্রি করতে পেরেছে। আজকের এ মোবাইলের ফিচার সম্পর্কে কথা বলতে গেলে বলতে হয় ৬.৫৫ ইঞ্চি ডিসপ্লে রয়েছে এ ফোনে। এছাড়াও রয়েছে 5000 MH লিথিয়াম পলি ব্যাটারি। ক্যামেরার রয়েছে ১৩ মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেলের ব্যাগ ট্রিপল ক্যামেরা। সেলফিতে রয়েছে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আমরা যদি এটা রিস্টোরেজের কথা বলি তাহলে তিন ও ৩২ GB স্টুডেন্ট রয়েছে এখানে ও অপারেটিং সিস্টেমে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড টি এম ১০। সব মিলিয়ে প্রচণ্ড চমৎকার ১টি ফোন ও যেটার বাজার মূল্য ৯৯৯০ টাকা।
infinix smart 5 pro
infinix সংস্থা প্রচুর সামান্য সবার মধ্যে বাংলাদেশের বাজার অধিকার করার জন্য পেরেছে একমাত্র অকার্যকর বন্ধুত্বপূর্ণ সুন্দর মানের ফোন বাজারে আনার জন্য। আজকের এই স্মার্টফোনের ফিচারস শুনলে আপনি অবাক হবেন যেখানে খুব নগণ্য টাকায় এত অনেক ভালো ফিচারস সম্বলিত ফোন দেওয়া হচ্ছে। ডিসপ্লে রয়েছে ৬.৫২ ইঞ্চি ও স্টোরিস 2 GB ও ৩২ GB। ছাড়ো এই ফোনটি কিনলে আপনি ব্যাক ক্যামেরা পেয়ে যাবেন ১৩ মেগাপিক্সেল এবং সেল্ফি ক্যামেরা পেয়ে যাবেন আর্ট মেগাপিক্সেল। এত কম দামি ফোনেও তারা অ্যান্ড্রয়েড ইলেভেন ভার্সন ইউজ করেছে। এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট নিরাপত্তা সিস্টেম এখানে রয়েছে ও সবমিলিয়ে ফোনটির বাজার প্রাইস শুধুমাত্র ৮৯৯০ টাকা।
realme c20a
বরাবরই realme কোম্পানি বাজারে অনেক আশ্চর্য নিয়ে আসে যেখানে রয়েছে ৬.৫ ইঞ্চির বড় আইপিএস এলসিডি ডিসপ্লে সহ এ স্মার্টফোন। এছাড়াও এই স্মার্টফোন ব্যাক ক্যামেরা ইউজ করা হয়েছে আট মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে ৫ মেগাপিক্সেল। ব্যাটারি রয়েছে 5000 MH ও স্টোরেজ 2 এবং 32। অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে ১০ রিয়েলমি ইউ আই ভার্সন। এর বাজার দাম ৮৯৯০ টাকা।
আরো পড়ুনঃ
স্যামসাং A12 মোবাইলের দাম কত বাংলাদেশ | Samsung Galaxy A12 Price in Bangladesh 202