আপনি যদি মনে করেন আপনার কাছে ৪০০০ হাজার টাকা আছে। সেই টাকা দিয়ে একটি ফোরজি মোবাইল কিনবেন তাহলে আধুনিক বাজারে সেটা ইম্পসিবল কিছু নয়।বর্তমান আধুনিক মার্কেটে দেশীয় এরূপ কিছু সংগঠন বিদ্যমান যারা শুধুমাত্র ৪০০০ টাকা দিয়ে আপনাকে দিতে পারবে ১টি ফোরজি মোবাইল। আপনারা হয়তো সকলে অবগত রয়েছেন যে আমরা রোজ আমাদের এই ওয়েবসাইটে টেক সামঞ্জস্যপূর্ণ নানারকম পোস্ট আপলোড করে থাকি।
আজকেও এর ব্যতিক্রম হচ্ছে না এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা ইদানিং আপনাদের জানাবো আপনার নিকট থাকা ৪০০০ টাকা দিয়ে আপনারা কোন কোন মুঠো ফোন কিনতে পারবেন। আপনার কাজ হবে শুধুমাত্র এ লিস্ট থেকে যেকোনো ১টি মোবাইল ফোন বেছে নেওয়া এবং নিকটস্থ মোবাইলের দোকানে গিয়ে সেই ফোনটি নাম বললে মোবাইলটি পেয়ে যাবেন। আশা করছি আপনারা সম্পূর্ণ আর্টিকেল জুড়ে আমাদের সাথে থাকবেন ও জানবেন আধুনিক মার্কেটপ্লেসে ৪০০০ টাকা দিয়ে কোন ফোন কেনা যায়।
৪০০০ টাকার ফোরজি মোবাইল বাংলাদেশ
বাংলাদেশের মার্কেটপ্লেসে ২০২৩ সালে ৪০০০ টাকা দিয়ে যে সকল ফোরজি মোবাইল ফোন, যায় তার একটি চমৎকার লিস্ট রয়েছে আমাদের কাছে। আপনাদের আমরা জানানোর চেষ্টা করব ৪০০০ টাকা দিয়ে কোন কোন ফোন আপনি কিনতে পারবেন ও তার ১টি তালিকা। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল আলোচনা।
Walton primo e11
আমরা সকলে অবগত আছি যে দেশের বাজারে একটি ব্র্যান্ড কোম্পানি হচ্ছে ওয়ালটন। ওয়ালটন প্রতিনিয়তই তার পণ্যের গুণগতমান বৃদ্ধি করছে এবং পণ্যের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। walton primo e11 এই ফোনের বর্তমান বাজার মূল্য হচ্ছে ৪২৯৯ টাকা। এই ফোনে আপনি এক জিবি স্টোরেজ পেয়ে যাবেন এবং রোম হিসেবে পেয়ে যাবেন 16 জিবি। এই ফোনে ব্যবহার করা হয়েছে ২০০০ মিলিএম্পিয়ার এর ব্যাটারি এবং ডিসপ্লে পুরো ৫ ইঞ্চি। মেইন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ৫ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা তেও ব্যবহার করা হয়েছে ৫ মেগাপিক্সেল। স্কোয়াড কোর প্রসেসর ১.৩ গিগাহার্জ।
becno i10
বেকনো কোম্পানির এই সিরিজের ফোনগুলো বেশ ভালো এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে অনেক কম টাকায় তারা অনেক ভালো কিছু দেওয়ার প্রতিশ্রুতি নিয়েছে। আজকের এই ফোনের ফিচারস সম্পর্কে বলতে গেলে সবার প্রথমে বলতে হবে এখানে ৫ ইঞ্চির একটি আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই ফোনে আপনি পেয়ে যাবেন 1 জিবি রেম এবং ৩২ জিবি রোম। এখানে ব্যবহার করা হয়েছে লিথিয়াম পলিমার ২৫০০ মিলিযঅ্যাম্পিয়ারের ব্যাটারি। সব থেকে অবাক করা কথা হল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে এই ফোনে এবং এই ফোন আপনি ক্রয় করতে পারবেন বর্তমানে শুধুমাত্র ৪১৯০ টাকা দিয়ে।
Itell a 23 pro
আইটেল কোম্পানি বরাবরই বাংলাদেশের বাজারে ভালো একটি অবস্থান গড়ে তুলতে পেরেছে এবং আজকের মডেলের ডিসপ্লে থাকছে পুরো ৫ ইঞ্চি। এই ফোনটিতে আপনি ফোরজি নেটওয়ার্কিং ব্যবস্থা পাবেন। এখানে স্টোরেজের কথা বলতে গেলে ১ জিবি ও ৮ জিবি স্টোরেজ রয়েছে। ব্যাটারী হিসেবে তারা ব্যবহার করেছে ২৪০০ মিলি এম্পিয়ারের লিথিয়াম আয়ন বাটারি। মেইন ক্যামেরাতে তারা দুই মেগাপিক্সেল এর একটি ভালো ক্যামেরা ব্যবহার করেছে। আইটেল কোম্পানির এই ফোনটির বর্তমান বাজার মূল্য হচ্ছে ৪৪৯০ টাকা।
We A50
আজকের এই ফোনটির বর্তমান বাজার মূল্য শুধুমাত্র ৩৫৯৯ টাকা। কনফিগারের কথা বলতে গেলে সবার প্রথমে বলতে হয় এখানে ব্যবহার করা হয়েছে ৫ ইঞ্চি ডিসপ্লে এবং অ্যান্ড্রয়েড ৮.১ oreo। এখানে আপনি স্টোরেজ পাবেন ৫১২ এমবি এবং ৮ জিবি। ফ্রন্ট ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ৫ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা তে ব্যবহার হয়েছে দুই মেগাপিক্সেল । ব্যাটারিতে তারা ব্যবহার করেছে দুই হাজার মিলি অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি। সব মিলিয়ে এই ফোনটি অত্যন্ত ভালো মানের ফোন এবং এই ফোনের বর্তমান বাজার মূল্য শুধুমাত্র 3599 টাকা।
আরো পড়ুনঃ
স্যামসাং A12 মোবাইলের দাম কত বাংলাদেশ | Samsung Galaxy A12 Price in Bangladesh 202