Payer Chaap Bangla Movie Download & Watch

Payer Chaap Bangla Movie Download & Watch


এই শহরের পথে পথে- আমার পায়ের ছাপ রেখে যাবো। যতই আমায় তুমি নিঃস্ব ভাবো- আমার হিসেব আমি বুঝে নেবো। আমি কাঁদতে আসিনি, জলে ভাসতে আসিনি- আসার কারণ আমি জানিয়ে যাবো।‘’পায়ের ছাপ’’ নারীর গল্প বলে। শত প্রতিকূলতার পরেও এদেশের নারীরা যেভাবে টিকে থাকে কিংবা যেভাবে রেখে যায় ‘’পায়ের ছাপ’’ তারই চিত্র আরেকবার উঠে এসেছে ইমপ্রেস টেলিফিল্মস্‌- এর নতুন ছবি ‘’পায়ের ছাপ’’ – এ।

পায়ের ছাপ (Payer Chap) বাংলা ফুল মুভি ডাউনলোড


মায়া একজন তরুণ ফ্যাশন ডিজাইনার। সফল পেশা আর আধুনিক জীবনযাপনের মাঝেও মায়ার ভিতরে চেপে আছে দুর্বিসহ শৈশবের স্মৃতি। পুরুষতান্ত্রিক সমাজে প্রতিনিয়ত শোষিত হওয়া তার মা, তার চরিত্রহীন বাবা এবং বাবা-মায়ের বিচ্ছেদের পর তার অসহায় শৈশব- সবকিছু যেন তার বুকে পাথরের মতো চেপে আছে। মায়া কি তার বাবা-মাকে মাফ করতে পারবে; কিংবা তার ভবিষ্যতের গল্পটা কি সুন্দর হবে!পায়ের ছাপ (Payer Chap) বাংলা ফুল মুভি ডাউনলোড


‘’পায়ের ছাপ’’ নির্মাণ করেছেন সাইফুল ইসলাম মাননু। সম্ভবত তিনি একজন নবীন নির্মাতা। এই সময়ে এসে তিনি যে, এদেশের নারীদের স্ট্রাগলের গল্প বলতে চেয়েছেন- এতেই তিনি সাধুবাদ পাবেন। ছবিটা নির্মাণে খুব একটা বাজেট তিনি পাননি; তবে গোটা ছবি জুড়ে একজন নির্মাতা হিসেবে তার সততা চোখে পড়েছে। আমার কাছে নির্মাতার সততাই একটা ছবির সবচেয়ে বড় সৌন্দর্য। পায়ের ছাপ এই জায়গাটায়ই আমার মন জয় করেছে।


Payer Chaap Bangla Movie Download & Watch


নির্মাতা তার ছবির গল্পে, বিষয়বস্তুতে এবং সংলাপে বারবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন নারীর প্রতি পুরুষতান্ত্রিক সমাজে্র কঠোর দৃষ্টিভঙ্গিকে।


ছবির আরেকটি ভালো দিক হচ্ছে- এর কাস্টিং।

ছবিতে মায়া চরিত্রে অভিনয় করেছেন নবীন অভিনেত্রী ‘’মেঘলা মুক্তা’’। শুনেছি তিনি এর আগে তেলেগু ছবিতে অভিনয় করেছেন। তবে বাংলাদেশের ছবিতে এটাই তার প্রথম অভিনয়। প্রথম ছবি হিসেবে তাকে ভীষণই আত্মবিশ্বাসী লেগেছে। এছাড়া মায়ার মায়ের চরিত্রে দীপা খন্দকার, বাবার চরিত্রে প্রাণ রায়, মামীর চরিত্রে শাহানা সুমি, সহকর্মী দীপান্বিতা মার্টিন কিংবা ড্রাইভার চাচা তুষার – প্রত্যেকেই গুণী শিল্পী এবং প্রত্যেকের চরিত্র এবং অভিনয়ই ভালো লাগার মতো।


Payer Chap Bangla Full Movie Download


Payer Chap Bangla Full Movie Download: আর হ্যাঁ! অবশ্যই ছবির টাইটেল সং- যার কথা দিয়েই এই লেখাটি শুরু করেছি তার প্রশংসা না করলেই নয়। নির্মাতা সাইফুল ইসলাম মাননু’র নিজের লেখা এই গানটি ছবিটিকে দারুণভাবে কমপ্লিমেন্ট করেছে। শওকত আলী ইমন- এর সুর ও সংগীতে এবং আতিয়া আনিসা’র কন্ঠে গানটি শুনতে যেমন সুন্দর তেমনি দেখতেও চমৎকার। ঢাকার রাস্তায় মায়ার গাড়ী ছুটে চলছে। Payer Chap Bangla Full Movie.


Payer Chap Movie Review


শহরের চারপাশে কর্মজীবি নারীরা অবিরাম কাজ করে যাচ্ছে। কেউ রাস্তা পরিস্কার করছে, কেউ আঁখের মেশিনে আঁখ দিয়ে শরবত বানাচ্ছে। কেউ ট্র্যাফিক পুলিশের কাজ করছে, কেউ রিক্সা চালাচ্ছে। কেউ পান বিক্রেতা আবার কেউ পিঠা বানিয়ে বিক্রি করছে। কেউ পিঠে ব্যাগ ঝুলিয়ে অফিসে ছুটছে আবার কেউ মোটর বাইকে করে ছুটি চলছে নিজের দায়িত্ব পালনে।এরা সবাই নারী। পুরুষতান্ত্রিক সমাজের শত প্রতিকূলতার মাঝেও এরা ছুটে চলছে। পৃথিবীর বুকে এরা নিজের পায়ের ছাপ রেখে যাবে।


পায়ের ছাপ (Payer Chap) বাংলা ফুল মুভি এখনো অনলাইনে আসেনি। অনলাইনে আসলে সাথে সাথে দিয়ে দিবো। পায়ের মুভি ডাউনলোড করতে।

Turan Hossain

আমি তুরান হোসেন অবসর সময়ে ব্লগিং করতে ভালোবাসি। নিজে যতটুকু জানি তা অন্যকে জানাতে পছন্দ করি। নিজে জানুন অন্যকে জানানোর সুযোগ দিন।

Your comments are very valuable to us.You will be contacted very soon.Thanks🥰🥰

Post a Comment (0)
Previous Post Next Post

Google News Follow