Adventure of Sundarbans (2023) Bangla Full Movie Download & Review

Adventure of Sundarbans (2023) Bangla Full Movie Download & Review

অ্যাডভেঞ্চার অব সুন্দরবনঃ মুক্তি পেলো সিয়াম - পরীমনি অভিনীত আবু রায়হান জুয়েল এর "অ্যাডভেঞ্চার অব সুন্দরবন" চলচ্চিত্রের বহুল প্রতিক্ষিত ট্রেইলার। দুর্গম গহীন সুন্দরবনে নৌবিহারে গিয়েছে একদল শিশু কিন্তু ফেরার পথে তারা বন্দী হলো দুর্ধর্ষ ডাকাতদের হাতে! তারপর কিভাবে বাঁচলো তারা! আরেহ সেটাই তো অ্যাডভেঞ্চার!! দেখুন সেই রহস্যের টুকরো অংশ ট্রেইলারে। আর এই চলচ্চিত্রটি আসছে ২০ জানুয়ারী।

দুর্গম গহীন সুন্দরবনে নৌবিহারে গিয়েছে একদল শিশু কিন্তু ফেরার পথে তারা বন্দী হলো দুর্ধর্ষ ডাকাতদের হাতে! তারপর কিভাবে বাঁচলো তারা! এইভাবে সিনপ্সিসে স্পয়লার দিতে আমি কোন প্রোডাকশন হাউজকে দেখি নাই,মানে আপনাকে বলেই দিছে যে ডাকাত রা ধরবে এবং তারা বেচে যাবে, এখন সিনেমাতে যেই কনফ্লিক্টই দেখাক তা সিরিয়াসলি নেয়ার কিছু নাই। সিনেমার প্রমোশনে ত অনেক সৃজনশীল ভাবে হচ্ছে সিনেমার কতটুকু হয় তা দেখার পালা।

মুভি নামঃ অ্যাডভেঞ্চার অব সুন্দরবন

গল্পঃ Dr. Muhammad Zafar Iqbal

পরিচালকঃ Abu Raihan Jewel

অভিনয়ঃ Siam Ahmed & Pori Moni Shahidul Alam Sacchu, Azad Abul Kalam, Kochi Khondokar, Ashish Kondokar, Abu Hurayra Tanvir, Tashfi, Shompa Nizam, Sanzid Rahman Khan, Tanzila Maha, Zacky Islam, Sazu Mehedy, Sarwar Solayman Liton and Shaikat Siddiqui.

Adventure of Sundarbans (2023) Bangla Full Movie Download & Review

"এডভেঞ্চার অব সুন্দরবন " এর ট্রেলার এবং পোষ্টার রিলিজ হয়েছে । আমি অনেক বেশী এক্সাইটেড। এই সিনেমার সুটিং করতে গিয়ে টানা ৩৪ দিন আমরা লঞ্চে ছিলাম করোনার লকডাউনে তাই আমার কাছে এই সিনেমার সুটিং সারাজীবন স্মরণীয় হয়ে থাককে। এই সিনেমাতে আরো অভিনয় করেছেন পরীমনি আপু, সিয়াম ভাইয়া সহ আরো অনেকে। এই সিনেমাটি জাফর ইকবাল স্যারের রাতুলের দিনরাত অবলম্বনে নির্মিত হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন " রাইহান জুয়েল"। অ্যাডভেঞ্চার অব সুন্দরবন মুভিটি আপনারা দেখতে পাবেন আগামী ২০ জানুয়ারী।

Adventure of Sundarbans সিনেমা নিয়ে সিয়াম বলেন, সুন্দরবন আমার জন্য খুবই স্পেশাল একটি জায়গা। সুন্দরবন নিয়ে দুটো সিনেমা করেছি আমি। একটি অপারেশন সুন্দরবন, যা আগামী ২৩ শে সেপ্টেম্বর রিলিজ পেয়েছে। আরেকটি সিনেমা অ্যাডভেঞ্চার অব সুন্দরবন, যা আজকে সেন্সর ছাড়পত্র পেয়েছে। সিনেমাটি খুব শীঘ্রই সিনেমাহলে মুক্তি পাবে। সেন্সর বোর্ডের সদস্য যারা সিনেমাটি দেখেছেন, তারা সিনেমাটির খুব প্রশংসা করেছেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, অনেকদিন পর আমাদের এখানে বাচ্চাদের নিয়ে কোন একটি সিনেমা নির্মিত হয়েছে। আমার নিজের সিনেমার ক্যারিয়ারে বাচ্চাদের নিয়ে একটি সিনেমা আছে, তাও আবার স্যার মুহম্মদ জাফর ইকবাল স্যারের উপন্যাস অবলম্বনে, সেটা নিঃসন্দেহে আমার জন্য আনন্দের।

সিনেমার পুরো টিমকে জানাই শুভকামনা। বিশেষ ধন্যবাদ জানাই আমার ডিরেক্টর রায়হান জুয়েলকে, আমাকে এরকম একটি সিনেমা করার সুযোগ করে দেয়ার জন্য। খুব জলদি দর্শক হিসেবে অ্যাডভেঞ্চার অব সুন্দরবনের অ্যাডভেঞ্চারের সঙ্গী হবেন আপনিও।

জাফর ইকবাল স্যারের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র "অ্যাডভেঞ্চা অব সুন্দরবন" আগামী ২০ জানুয়ারি ২০২৩ এ শুভ মুক্তি। শিশুতোষ এই চলচ্চিত্রটি ছেলে মেয়ে,ভাই, বোন, বন্ধু সহ পরিবারের সবাইকে নিয়ে দেখুন। আমাদের দেশে শিশুতোষ চলচ্চিত্র খুব একটা হয় না। সেই ছুটির ঘণ্টা, দিপু নাম্বার টু কিংবা রাসেদ আমার বন্ধু সহ হাতে গোনা কয়েকটি মাত্র সিনেমা। আর এই লিস্টে এখন যোগ হলো অ্যাডভেঞ্চার অব সুন্দরবন। তাই সিনেমা টি দেখতে ভুলবেন না। বর্তমানে শহুরে জীবনে শিশু কিশোরদের বিনোদনের বড়ই অভাব। তাই এই বিনোদন টুকু থেকে তাদের বঞ্চিত করবেন না। শিশু কিশোরদের মনোজগৎ বিকাশে চলচ্চিত্র খুব ভালো জিনিস।

শেষ কথাঃ অ্যাডভেঞ্চার অব সুন্দরবন জনপ্রিয় কথাসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল রচিত উপন্যাস “রাতুলের রাত রাতুলের দিন” অবলম্বনে নির্মিত শিশুতোষ চলচ্চিত্র “অ্যাডভেঞ্চার অব সুন্দরবন”। সিনেমাটি শুভমুক্তি : ২০ জানুয়ারি ২০২৩। আপনারা হলে গিয়ে মুভিটি দেখে আসবেন।

Turan Hossain

আমি তুরান হোসেন অবসর সময়ে ব্লগিং করতে ভালোবাসি। নিজে যতটুকু জানি তা অন্যকে জানাতে পছন্দ করি। নিজে জানুন অন্যকে জানানোর সুযোগ দিন।

Your comments are very valuable to us.You will be contacted very soon.Thanks🥰🥰

Post a Comment (0)
Previous Post Next Post

Google News Follow